ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

রাজধানীতে আজকের কর্মসূচি (১৪ ডিসেম্বর)

২০২৫ ডিসেম্বর ১৪ ১০:১৭:৪৩

রাজধানীতে আজকের কর্মসূচি (১৪ ডিসেম্বর)

নিজস্ব প্রতিবেদক: আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন রাজধানীর বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

রোববার (১৪ ডিসেম্বর) দিনের শুরুতেই বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। পাশাপাশি সরকারি দাফতরিক কাজে ব্যস্ত থাকবেন উপদেষ্টারা।

তারেক রহমানের কর্মসূচি: আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে পেশাজীবী ও বিশিষ্টজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুলের কর্মসূচি: সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বেলা ১১টায় রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মির্জা ফখরুল।

উপদেষ্টা রিজওয়ানা হাসানের কর্মসূচি: তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং এর অধীনস্থ দফতর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন।

জামায়াতে ইসলামীর কর্মসূচি: বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত