ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

হাদির পরিচালিত ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ বন্ধ ঘোষণা

২০২৫ ডিসেম্বর ১৩ ২১:০৯:৫২

হাদির পরিচালিত ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিচালিত ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পেজের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। সংগঠনের স্বেচ্ছাসেবক ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা হাদি ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতালে এবং তদন্তের প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে ব্যস্ত সময় পার করছেন। এমতাবস্থায় আগামী এক সপ্তাহের জন্য সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এবং সবার কাছে দোয়া চাওয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থানের পর রাজধানীর বাংলামোটরে এই সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্মটি গড়ে ওঠে। উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত