ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
হাদির হামলাকারীর ছবি প্রকাশ, সহায়তা চাইলো ডিএমপি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় পুলিশ অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য রাজধানীতে অভিযান জোরদার করা হয়েছে এবং এই বিষয়ে জনগণের সহায়তা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ওসমান হাদি গুরুতর আহত হন। এরপর থেকে ডিএমপি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে জোর দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় জড়িত একজনের ছবি প্রকাশ করা হয়েছে এবং তাকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। যারা তথ্য দিতে পারেন, তারা নির্ধারিত মোবাইল নম্বর বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করতে পারেন। সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং যথোপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
ঘটনার আগে শুক্রবার জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালীন হাদিকে গুলি করা হয়। ডিএমপি জানায়, মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মোটরসাইকেলে দুইজন হামলাকারী ছিলেন। হামলার পুরো ঘটনা কাছের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, "জুমার নামাজের পর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়েছে।" আহত প্রার্থীকে প্রথমে ঢামেক হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হাদির ওপর হামলাকে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, "এ হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্ব চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে।"
এদিন বিকেলে ডিএমপি হাদির ওপর হামলার ঘটনায় ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলা হিসেবে তীব্র নিন্দা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস