ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

হাদির হামলাকারীর ছবি প্রকাশ, সহায়তা চাইলো ডিএমপি

২০২৫ ডিসেম্বর ১৩ ১২:৫০:৪৭

হাদির হামলাকারীর ছবি প্রকাশ, সহায়তা চাইলো ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় পুলিশ অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য রাজধানীতে অভিযান জোরদার করা হয়েছে এবং এই বিষয়ে জনগণের সহায়তা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ওসমান হাদি গুরুতর আহত হন। এরপর থেকে ডিএমপি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে জোর দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় জড়িত একজনের ছবি প্রকাশ করা হয়েছে এবং তাকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। যারা তথ্য দিতে পারেন, তারা নির্ধারিত মোবাইল নম্বর বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করতে পারেন। সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং যথোপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

ঘটনার আগে শুক্রবার জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালীন হাদিকে গুলি করা হয়। ডিএমপি জানায়, মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মোটরসাইকেলে দুইজন হামলাকারী ছিলেন। হামলার পুরো ঘটনা কাছের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।

ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, "জুমার নামাজের পর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়েছে।" আহত প্রার্থীকে প্রথমে ঢামেক হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হাদির ওপর হামলাকে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, "এ হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্ব চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে।"

এদিন বিকেলে ডিএমপি হাদির ওপর হামলার ঘটনায় ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলা হিসেবে তীব্র নিন্দা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি... বিস্তারিত