ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে অগ্নিকাণ্ড

২০২৫ ডিসেম্বর ১২ ২১:১৬:৫৮

রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের আগুন নিভে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ইউনিটগুলো পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়, ফলে ফায়ার সার্ভিসকর্মীদের কোনো উদ্ধার তৎপরতা চালাতে হয়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত কীভাবে হলো বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত