ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদেক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন এবং সার-বীজ ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এবার অনেক বেশি সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।”
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচন মূলত ভোটারদের ওপর নির্ভর করে। ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসেন, তবে কোনো শক্তিই তাদের বাধা দিতে পারবে না। তিনি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে উপদেষ্টা তাদের অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে হবে। এমনকি যদি আমার নিজের বা আমার কোনো আত্মীয়-স্বজনের বিরুদ্ধেও কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তবে তা নিয়েও সংবাদ প্রকাশ করতে দ্বিধা করবেন না।”
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন