ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
‘ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টারমাইন্ড জয়’
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন।
চিফ প্রসিকিউটর জানান, জয়ের বাংলাদেশি নাগরিকত্ব থাকুক বা না থাকুক, তিনি রাষ্ট্রের বেতনভুক্ত হিসেবে উপদেষ্টা পদে ছিলেন এবং সেই অবস্থান থেকে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সক্রিয় সহায়তা করেছেন।
তিনি বলেন, “জয়ের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় হবে। তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে।”
সেই সাথে তিনি জানান, আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর আগে, আজ বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শিল্পগোষ্ঠীপ্রধান সালমান এফ রহমান ট্রাইব্যুনালে আবেদন করেছেন। তবে চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, বিদেশি আইনজীবী নিয়োগ আইনসম্মত শর্ত পূরণের ওপর নির্ভর করবে।
অন্যদিকে, আরেক মামলায় হাজির না হওয়ায় জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সজীব ওয়াজেদ জয়কে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
এদিকে, জুলাই মাসের হত্যাযজ্ঞের মামলায় বুধবার আনিসুল হক ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ওই মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ১৭ ডিসেম্বর ধার্য করা হয়েছে।
একই দিনে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তা এবং মরদেহ ও আলামত গুম মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হাজির করা হয়। তবে হাজির না থাকায় হাসিনাপুত্র জয়কে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আরও দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত মামলায় মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস