ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (৯ ডিসেম্বর)

২০২৫ ডিসেম্বর ০৯ ১০:০৮:২৬

রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (৯ ডিসেম্বর)

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা আয়োজন ও কর্মসূচি নির্ধারিত রয়েছে। দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ এসব কার্যক্রমের সংক্ষিপ্ত তালিকা নিচে তুলে ধরা হলো।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

বিকেল ৩টা ৩০ মিনিট : সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় যোগ দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিএনপির কর্মসূচি

সকাল ১০টা ৩০ মিনিট : জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অধ্যাপক ড. মাহবুব উল্লাহর লেখা চারটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিকেল ৪টা : খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশগড়া’র পরিকল্পনা’ শীর্ষক আলোচনাসভায় ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সন্ধ্যা ৭টা : গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এনসিপির কর্মসূচি

বিকেল ৩টা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে ‘বেগম রোকেয়ার ভাবনা ও সাম্প্রতিক প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত