ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
আগামী সপ্তাহেই টাকা ফেরত পাবেন ৫ ব্যাংকের গ্রাহকরা: গভর্নর
নিজস্ব প্রতিবেদক: একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের আটকে থাকা আমানতের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া আগামী সপ্তাহেই শুরু হতে যাচ্ছে। ‘ডিপোজিট গ্যারান্টি’ স্কিমের আওতায় প্রাথমিক পর্যায়ে গ্রাহকদের দুই লাখ টাকা করে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ব্যাংক পাঁচটি হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
গভর্নর বলেন, “একীভূত হওয়া নতুন ব্যাংকগুলো প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী আগামী এক থেকে দুই বছরের মধ্যেই লাভজনক অবস্থায় ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে। তবে লোকসানি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘লভ্যাংশ নয়, বোনাস নয়’—এই নীতিমালা কঠোরভাবে কার্যকর থাকবে।”
ডলারের বাজার প্রসঙ্গে ড. মনসুর বলেন, “বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত আইএমএফের পরামর্শ অনুযায়ী ডলারের দাম পুরোপুরি বাজারভিত্তিক করা হয়নি। আমরা সব ক্ষেত্রে তাদের কথা শুনিনি। যদি তা করতাম, তবে ডলারের দাম শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো ১৯০-২০০ টাকায় পৌঁছাতে পারত। বর্তমানে আমাদের মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণে রয়েছে এবং রিজার্ভও গত এক বছরের তুলনায় প্রায় ১০ বিলিয়ন ডলার বেড়েছে।”
গভর্নর স্বীকার করেন যে, দেশে প্রকৃত খেলাপি ঋণের (এনপিএল) হার ৩৫ শতাংশেরও বেশি। দীর্ঘদিন ধরে তথ্য গোপন করে এটি কম দেখানো হচ্ছিল। তবে ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া মূল্যস্ফীতি ১২.৫ শতাংশ থেকে ৮ শতাংশে নেমে এলেও এখনই ব্যাংকের সুদহার কমানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন তিনি।
তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে এবং ৯টি আর্থিক প্রতিষ্ঠানের অবসান প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। পাশাপাশি ব্যাংকিং খাতের সংস্কারে আইন সংশোধনের কাজও চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস