ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

আর্জেন্টিনা বনাম আলজেরিয়া, কবে, কোথায়-যেভাবে কিনবেন টিকিট

২০২৫ ডিসেম্বর ০৮ ১৪:৫৯:০৯

আর্জেন্টিনা বনাম আলজেরিয়া, কবে, কোথায়-যেভাবে কিনবেন টিকিট

সরকার ফারাবী: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি প্রকাশিত হয়েছে। ড্র অনুযায়ী টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নামতে হচ্ছে আফ্রিকান শক্তি আলজেরিয়ার বিপক্ষে। এই ম্যাচ দিয়েই শুরু হবে লিওনেল মেসিদের নতুন মিশন শিরোপা ধরে রাখার যাত্রা।

ফুটবলভক্তদের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বকাপের ১৯তম ম্যাচ, যেখানে গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা লড়াইয়ে নামবে আলজেরিয়ার সঙ্গে। ম্যাচটির ভেন্যু যুক্তরাষ্ট্রের কানসাস সিটির জনপ্রিয় আরোহেড স্টেডিয়াম।

ম্যাচ সূচি

ম্যাচ: গ্রুপ জে, ম্যাচ ১৯- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া

তারিখ: ১৬ জুন ২০২৬, মঙ্গলবার

স্থান: আরোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র

গ্রুপ ‘জে’-তে কারা আছে?

ড্র অনুযায়ী আর্জেন্টিনার গ্রুপের দলগুলো হলো-

অস্ট্রিয়া

আলজেরিয়া

জর্ডান

ফুটবল বিশেষজ্ঞদের মতে, প্রথমবার বিশ্বকাপ খেলা জর্ডানসহ আলজেরিয়া ও অস্ট্রিয়াকে নিয়ে তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের বড় মঞ্চে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ, তাই কাউকেই হালকা হিসেবে দেখার সুযোগ নেই।

টিকিট পরিস্থিতি

মেসির খেলা সরাসরি দেখার উন্মাদনা ইতোমধ্যেই আকাশছোঁয়া। জানা গেছে, ১৬ জুন আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচের জন্য বিভিন্ন সুরক্ষিত প্ল্যাটফর্মে ৪২৪টি টিকিট বর্তমানে বিক্রয়যোগ্য রয়েছে। চাইলে ভক্তরা এখন থেকেই নির্ভরযোগ্য ওয়েবসাইটগুলোতে মূল্য যাচাই করে টিকিট ক্রয় করতে পারবেন।

আর্জেন্টিনার বাকি দুই ম্যাচ

২২ জুন: বনাম অস্ট্রিয়া

২৭ জুন: বনাম জর্ডান

টিকিট কেনার নিয়ম

যারা ম্যাচটিতে উপস্থিত থাকতে চান, তারা নির্দিষ্টলিংকে ক্লিক করে (যেখানে উল্লেখ করা আছে) টিকিট কিনতে পারবেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত