ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

‘মোবাইল ফোন’ ইস্যুতে প্রবাসীদের বিভ্রান্তি দূর করলেন উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ০৮ ১৩:৪১:১২

‘মোবাইল ফোন’ ইস্যুতে প্রবাসীদের বিভ্রান্তি দূর করলেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের বিদেশ থেকে মোবাইল ফোন আনা নিয়ে চলমান বিভ্রান্তি দূর করতে উদ্যোগী হয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, প্রবাসীদের সুবিধার্থে বর্তমান সরকার দুটি নতুন মোবাইল ফোন আনার অনুমতি দিয়েছে।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, প্রবাসীদের উদ্দেশে গুজব ও মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ড. আসিফ নজরুল বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার বা আমার বিরুদ্ধে মিথ্যাচার নতুন কিছু নয়। কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে যে মোবাইল ফোন নিয়ে প্রবাসীদের প্রতি বৈষম্য করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুল।”

তিনি আরও ব্যাখ্যা করেন, “আগে একজন প্রবাসী কর্মী তার ব্যবহৃত ফোনের সঙ্গে মাত্র একটি নতুন ফোন আনতে পারতেন। বর্তমান সরকার প্রবাসীদের সুবিধার জন্য দুটি নতুন ফোন আনার অনুমতি দিয়েছে। তবে এর বেশি আনলে শুধু অতিরিক্ত ফোনের জন্য ট্যাক্স দিতে হবে। এনবিআর ব্যাগেজ রুল পরিবর্তন করে এই সুবিধা নিশ্চিত করেছে।”

ড. আসিফ নজরুল বলেন, “এই সুবিধা শুধুমাত্র বিএমইটি থেকে ছাড়পত্র নেওয়া প্রবাসী কর্মীদের জন্য প্রযোজ্য। অন্যদের ক্ষেত্রে আগের নিয়মই প্রযোজ্য।” তিনি আরও উল্লেখ করেন, আগামী ১৬ ডিসেম্বর থেকে যেকোনো নতুন মোবাইল ফোন ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। এটি সকল বাংলাদেশি নাগরিকের জন্য প্রযোজ্য।

অবৈধ সেট ব্যবহার করে দেশে ও প্রবাসে অপহরণ, হুমকি, চাঁদাবাজি এবং জুয়া নিয়ন্ত্রণের জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে। ড. আসিফ নজরুল প্রবাসীদের সতর্ক করে বলেন, “গুজব ও মিথ্যাচার ইসলামের দৃষ্টিতে গুরুতর পাপ। অনুগ্রহ করে এ ধরনের তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন এবং সঠিক তথ্যেই বিশ্বাস করুন।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত