ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

অধ্যাদেশ দাবিতে শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা

২০২৫ ডিসেম্বর ০৭ ১১:৪৬:৪৯

অধ্যাদেশ দাবিতে শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ব্যানারে এই পদযাত্রা শুরু হয়।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিনের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে একীভূত করে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিলেও আইনি প্রক্রিয়ায় ধীরগতি চলছে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া প্রকাশ এবং গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত নেওয়া হলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, খসড়া চূড়ান্ত করতে অক্টোবর ও নভেম্বর মাসে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এখনো অধ্যাদেশ জারি না হওয়ায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীসহ প্রায় দেড় লাখ বর্তমান শিক্ষার্থীর শিক্ষাজীবন, প্রাতিষ্ঠানিক পরিচয় ও ক্যারিয়ার নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুর রহমান জানান, বহুদিন ধরে প্রক্রিয়াটি ঝুলে থাকায় তারা পরিচয় সংকটে ভুগছেন। তাই রাষ্ট্রপতির পক্ষ থেকে অতিসত্বর অধ্যাদেশ জারির এক দফা দাবিতে তারা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছেন। উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত