ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (৭ ডিসেম্বর)

২০২৫ ডিসেম্বর ০৭ ১০:১৭:৩৪

রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (৭ ডিসেম্বর)

নিজস্ব প্রতিবেদক: আজ রোববার (৭ ডিসেম্বর) রাজধানীজুড়ে রয়েছে সরকারের বিভিন্ন দফতর ও সংস্থার নানা আয়োজন। এর মধ্যে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক কর্মশালা অন্যতম। দিনের শুরুতেই জেনে নিন কোথায় কী কর্মসূচি রয়েছে।

এসএমই পণ্য মেলা উদ্বোধন

সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ‘১২তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৫’। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি

সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওস্থ পরিবেশ অধিদফতরে ‘কার্বন ট্রেডিং’ বিষয়ক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে। জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় অংশ নেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রাজউকের মোবাইল কোর্ট

একই সময় সকাল ১০টায় রাজধানীর গুলশান এলাকায় উচ্ছেদ ও আইনি অভিযান পরিচালনা করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত