ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

২০২৫ ডিসেম্বর ০৬ ১৮:০৩:৫৮

খালেদা জিয়ার ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রক্রিয়ায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সকে ‘ভিভিআইপি’ হিসাবে শিডিউল অনুমোদন করেছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন অনুমোদন দিয়েছে।

শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সাংবাদিকদের জানান, ৯ ডিসেম্বর ঢাকায় এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছাবে এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। তিনি বলেন, ভিভিআইপি মুভমেন্ট হিসেবে ফ্লাইট পরিচালনা হবে। এর ফলে ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ও অপারেশনাল ব্যবস্থা নেওয়া হয়েছে।

এয়ার অ্যাম্বুল্যান্স আসার পর নিরাপত্তা, রুট, অবতরণের সময়সহ সমস্ত বিষয় চূড়ান্ত করা হবে এবং সংশ্লিষ্ট ইউনিটগুলি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে। খালেদা জিয়ার স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত