ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবি ভিত্তিহীন: বিসিবি
.jpg)
ডুয়া নিউজ: গত কয়েকদিন ধরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিং নিয়ে ক্রিকেট পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে। এ ঘটনায় জড়িত একাধিক দেশি ক্রিকেটারও। এসবের মধ্যে আজ সকালে দেশের শীর্ষ এক গণমাধ্যমের খবরে বিসিবির সূত্রের বরাত দিয়ে বলা হয়, ফিক্সিংয়ের অভিযোগ থাকায় এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে সন্ধ্যায় এক বিবৃতিতে বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার খবরটিকে ভিত্তিহীন বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল বোর্ড। তাই এমন কোনো কর্মকাণ্ড ঘটলে সব ধরনের ব্যবস্থা নেবে তারা।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে দুর্বার রাজশাহী দলের সদস্য ক্রিকেটার এনামুল হক বিজয়কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত বিষয়ে, বিশেষ করে দুর্নীতিবিরোধী বিধি সম্পর্কিত বিষয়ের কারণে ‘দেশের বাইরে ভ্রমণ বা দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞার’ সম্মুখীন করেছেন। বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে, এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিসিবির জানা নেই এবং আনুষ্ঠানিকভাবে তার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে - এমন কোনো বিজ্ঞপ্তিও বিসিবি পায়নি।'
এতে আরও বলা হয়েছে, 'বিসিবি বিপিএল-সংক্রান্ত সম্ভাব্য দুর্নীতিবিরোধী উদ্বেগ সম্পর্কিত গণমাধ্যম প্রতিবেদনেরও অবগত রয়েছে। বোর্ড পুনরায় নিশ্চিত করতে চায় যে, খেলার সততা ও আদর্শ রক্ষার প্রতি বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবি আইসিসির দুর্নীতিবিরোধী বিধি কঠোরভাবে অনুসরণ করে এবং যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখে।'
বিসিবি জানায়, 'বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট বাংলাদেশ ক্রিকেটের সততা সম্পর্কিত সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাযথ গোপনীয়তা ও সংবেদনশীলতার সঙ্গে বিষয়গুলো পরিচালনা করছে। এরই অংশ হিসেবে, দুর্নীতিবিরোধী ইউনিট এর তদন্ত কার্যক্রমে সহায়তা করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। বিসিবি একটি ন্যায়সঙ্গত ও স্বচ্ছ ক্রিকেটীয় পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং বাংলাদেশে খেলাধুলার সততা রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে সর্বদা প্রস্তুত থাকবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি