ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এবারের নির্বাচন: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ হিসেবে গ্রহণ করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পুলিশ সুপারদের (এসপি) সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে পুলিশ প্রশাসনকে নতুন মানদণ্ড স্থাপনের নির্দেশ দেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের ৬৪ জেলার নবনিযুক্ত পুলিশ সুপারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগ। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, আসন্ন নির্বাচনের মাধ্যমে তা বাস্তবায়নের পথে এগিয়ে নিতে হবে।’
ড. ইউনূস জানান, আসন্ন সাধারণ নির্বাচনের সময় একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘এই গণভোট আগামীর বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে। এর মাধ্যমে আমরা যে নতুন ভিত্তি পাব, তা শতবর্ষ ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে।’
অতীতের নির্বাচনগুলোর সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘অতীতের নির্বাচনগুলো আমরা দেখেছি। কেউ একে প্রহসন বলে, কেউ বলে প্রতারণা আর তামাশার নির্বাচন। সেখান থেকে বেরিয়ে এসে আমাদের অনেক ওপরে উঠতে হবে এবং একটি নতুন মানদণ্ড তৈরি করতে হবে। এই পরিবর্তন নিয়ে আসাই পুলিশ বাহিনীর বড় দায়িত্ব।’
তিনি আরও উল্লেখ করেন, আগামী নির্বাচনে বিদেশ থেকে অনেক পর্যবেক্ষক ও প্রতিনিধিদল আসবেন। তাদের কাছে নির্বাচনকে একটি চমৎকার দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পুলিশ সুপারদের কাজ করতে হবে।
কর্মকর্তাদের সৃজনশীল ও উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সব কথা কাগজে লিখে দেওয়া যায় না। দায়িত্ব পালনের সময় চিন্তা করবেন, কীভাবে কাজটি আরও সুন্দরভাবে করা যায়।’ কাজের মান বাড়াতে জেলা বা বিভাগীয় পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করার পরামর্শও দেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বকস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত