ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
অন্তর্বর্তী সরকারের বৈধতা বহাল, আপিল বিভাগে রিট খারিজ
নিজস্ব প্রতিবেদক: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনের বৈধতা নিয়ে চলমান আইনি লড়াইয়ের অবসান ঘটাল দেশের সর্বোচ্চ আদালত। দীর্ঘ আলোচনা, শুনানি ও বিতর্ক শেষে আপিল বিভাগ বৃহস্পতিবার স্পষ্টভাবে জানিয়ে দিল হাইকোর্টের রায়ই বহাল থাকবে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের গঠনে কোনো আইনি ত্রুটি নেই। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন।
এর আগে বুধবার শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন আপিল বেঞ্চ। রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি তুলে ধরে জানায়, গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা পুরোপুরি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। তাদের মতে, রিট আবেদনটি ছিল ভ্রান্ত ধারণা ও ভুল ব্যাখ্যার ওপর নির্মিত। আদালতে আইনজীবীদের একাংশও বলেন, যে সরকার শপথের পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সেই আদালতেই আবার তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়।
অন্যদিকে রিটকারী সিনিয়র আইনজীবী মহসিন রশিদ যুক্তি দেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় আপিল বিভাগের বিচারপতিরা নিরাপত্তাজনিত কারণে ক্যান্টনমেন্টে অবস্থান করায় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার পরিবেশ ছিল না। ফলে সরকারের গঠন আইনগতভাবে ত্রুটিপূর্ণ বলে তিনি দাবি করেন। তবে বিচারপতিরা তার এই যুক্তি গ্রহণ করেননি।
মঙ্গলবার লিভ টু আপিলের শুনানিতে আইনজীবী শিশির মনির যুক্তি দেন ‘জনগণের বৈধতাই হলো চূড়ান্ত বৈধতা; জনগণের বিশ্বাসই সরকারকে গ্রহণযোগ্যতা দেয়।’ এর আগে ১২ নভেম্বর শুনানিতে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় রিটকারীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও ওঠে এবং আপিল বিভাগ তার কাছে ব্যাখ্যা চান।
শেষ পর্যন্ত দীর্ঘ আইনি টানাপোড়েন, শুনানি ও যুক্তিতর্কের পর আপিল বিভাগের রায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আদালতের এই সিদ্ধান্ত চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও স্পষ্ট দিকনির্দেশনা দেবে এবং ভবিষ্যতের রাষ্ট্র-পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত