ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

দেশে সাড়ে ৩৪ লাখ প্রতিবন্ধী পাচ্ছেন মাসিক ভাতা: সমাজকল্যাণ উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ০৩ ২৩:০০:৪০

দেশে সাড়ে ৩৪ লাখ প্রতিবন্ধী পাচ্ছেন মাসিক ভাতা: সমাজকল্যাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বোঝা না ভেবে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি জানান, বর্তমানে দেশে প্রায় সাড়ে ৩৪ লাখ প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ভাতা এবং ৮১ হাজার শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি দিচ্ছে সরকার।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদেরই আপনজন এবং রাষ্ট্র ও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সঠিক মর্যাদা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। এ জন্য কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বেসরকারি সংস্থা ও বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।’ তিনি রাস্তাঘাট, গণপরিবহন ও অফিস-আদালতকে প্রতিবন্ধী-বান্ধব করে গড়ে তোলার ওপর জোর দেন।

সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরে শারমীন এস মুরশিদ জানান, এ পর্যন্ত ৩৮ লাখ ৩৫ হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে ১২টি ক্যাটাগরিতে শনাক্ত করে ডাটাবেজভুক্ত করা হয়েছে এবং তাদের ‘সুবর্ণ নাগরিক’ কার্ড দেওয়া হচ্ছে। স্বচ্ছতার সঙ্গে জরিপ কার্যক্রম পরিচালনা করে প্রকৃত দুস্থদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে মন্ত্রণালয় কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সফল প্রতিবন্ধী ব্যক্তি, সংগঠক, প্রতিষ্ঠান এবং কেয়ারগিভারসহ মোট ২০ জনকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান ও বিশিষ্ট আইনজীবী মোশাররফ হোসেন মজুমদার।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত