ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

‘নির্বাচনে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে’

২০২৫ ডিসেম্বর ০৩ ১৫:০৯:১৩

‘নির্বাচনে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে’

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনীকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটে তাদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। এটি কেবল একটি নির্বাচন নয়, বরং শান্তিপূর্ণ ও উৎসবমুখর আয়োজন হবে, যেখানে ভোটারদের অংশগ্রহণ উৎসবের মতো হবে এবং দেশের ইতিহাসে গর্বের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

ড. ইউনূস এসব মন্তব্য করেন বুধবার রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ডিসেম্বর মাস আমাদের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয়ের মাস। স্বাধীনতার জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের স্মরণে আমরা গর্বিত। একই সঙ্গে যেসব মানুষ সংগ্রামে আহত হয়েছেন বা তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। সমাপনী অনুষ্ঠানে তিনি সকলকে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করতে অনুরোধ করেন।

তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আজকের সাফল্য আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সফল সমাপ্তি আপনার নেতৃত্ব ও কৌশলগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এটি জাতীয় নিরাপত্তা, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. ইউনূস উল্লেখ করেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি কেন্দ্র হিসেবে তৈরি হয়েছে, যা অংশগ্রহণকারীদের জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে। এছাড়া তারা দেশকে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও বলেন, এই কোর্সে অংশগ্রহণকারীরা সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন এবং সাইবার হুমকি সহ বৈশ্বিক চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করেছেন। তিনি সশস্ত্র বাহিনীর অগ্রগতি, জাতীয় নিরাপত্তা উন্নয়ন ও নির্মাণ কর্মকাণ্ডে অবদানের প্রশংসা করেন। প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা ও অতিমারির সময় তাদের নিষ্ঠাবান প্রচেষ্টা দেশের জন্য অনুকরণীয়। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তিতে অবদান বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ