ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আপিলের আদেশ বৃহস্পতিবার

২০২৫ ডিসেম্বর ০৩ ১১:৪৭:২৭

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আপিলের আদেশ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ ও গঠনের বৈধতা স্বীকৃত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি বুধবার শেষ হয়েছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার এ মামলার ওপর আদেশ ঘোষণা করবেন।

শুক্রবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই শুনানি পরিচালনা করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটের পক্ষে আইনজীবী মহসীন রশিদ যুক্ত ছিলেন। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) শুনানি শুরু হয়। আইনজীবী শিশির মনির আদালতে বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসই সরকারের বৈধতার মূল ভিত্তি।

সোমবার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ শুনানিতে অংশ নেন। ওই সময় আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগে অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধে আদালত অবমাননার দাবি তোলেন। পরে আপিল বিভাগে মহসিন রশিদকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। হাইকোর্ট পরে রিট খারিজ করে এবং সিদ্ধান্ত দেন যে, দেশের জনগণ সরকারের বৈধতা স্বীকৃত করেছে, তাই অন্তর্বর্তী সরকারকে প্রশ্নের মুখোমুখি করা যাবে না। এরপর আবেদনকারীর পক্ষ থেকে আপিল বিভাগের কাছে আপিলের অনুমতি চাওয়া হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত