ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
টানা ৪ বছর লোকসানে গোল্ডেন সন: বাড়ছে ব্যয়, কমছে আয়
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেড গত অর্থবছরের ধাক্কা সামাল দিতে না পেরে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর'২৫) বিশাল লোকসান গুনেছে। একদিকে যেমন বিক্রি কমেছে, তেমনি বেড়েছে পণ্যের উৎপাদন খরচ।
কোম্পানিটির লোকসান ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে ৬ কোটি ৭০ লাখ টাকায় পৌঁছেছে, যেখানে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৯ পয়সা। এর বিপরীতে, গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে লোকসান ছিল ১ কোটি ২০ লাখ টাকা, এবং শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ পয়সা।
সোমবার (১ ডিসেম্বর) শেয়ারবাজারের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণাপত্রে কোম্পানিটি জানিয়েছে, মূলত বিক্রি বা মোট আয় কমে যাওয়া এবং পূর্ববর্তী বছরের একই প্রান্তিকের তুলনায় বিক্রয় খরচ আনুপাতিক হারে বেড়ে যাওয়ার কারণেই এই লোকসান হয়েছে।
বিভিন্ন ধরনের পণ্য—যেমন শিশুদের খেলনা, বৈদ্যুতিক সরঞ্জাম, পোশাকের আনুষাঙ্গিক এবং গৃহস্থালি সামগ্রী উৎপাদনকারী এই কোম্পানিটি টানা চার বছর ধরে লোকসানে রয়েছে।
২০২১-২২ অর্থবছর থেকে শুরু করে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত, গোল্ডেন সনের মোট লোকসান দাঁড়িয়েছে ৮১ কোটি ৫৭ লাখ টাকা, যার মধ্যে সর্বশেষ অর্থবছর, অর্থাৎ ২০২৪-২৫-এ সর্বোচ্চ ৩১ কোটি ৪৩ লাখ টাকা লোকসান হয়েছে।
এই বিশাল লোকসান সত্ত্বেও কোম্পানিটি ২০২৪ অর্থবছরের জন্য ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তবে ২০২৫ অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৬৯ পয়সা।
একইভাবে, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) কমে দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা, যা সেপ্টেম্বর ২০২৪-এ ছিল ১৭ টাকা ৯২ পয়সা।
গোল্ডেন সন ঘোষণাপত্রে আরও জানিয়েছে, এই সময়ে গ্রাহকদের কাছ থেকে নগদ প্রাপ্তি কমে যাওয়া এবং সরবরাহকারী ও কর্মচারীদের কাছে আনুপাতিক হারে পরিশোধ বেড়ে যাওয়ার কারণে মোট নগদ প্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজিতে ৪.৫১ কোটি টাকা জরিমানা