ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২
আজও বার্ষিক পরীক্ষা বর্জন, প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। গত ২৭ নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদসহ অন্যান্য সংগঠন এ কর্মসূচি শুরু করেছে। একই সঙ্গে গতকালের বার্ষিক পরীক্ষা বর্জনও তাদের কার্যক্রমের অংশ ছিল। আন্দোলনের শিক্ষক নেতারা জানিয়েছেন, এই কর্মসূচি মঙ্গলবার (২ ডিসেম্বর)ও অব্যাহত থাকবে।
বাংলাদেশ প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক সমাজের সভাপতি মোহাম্মদ শামসুদ্দীন ফেসবুকে জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুত তিন দফা বাস্তবায়নে আজও সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জন কর্মসূচি চলবে।
তিনি আরও উল্লেখ করেছেন, বিকেল ৪টায় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত দাবি বাস্তবায়ন এবং শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরার সুযোগ নিশ্চিত করার জন্য জরুরি স্মারকলিপি পেশ করা হবে।
শামসুদ্দীন আরেকটি পোস্টে জানিয়েছেন, বিকেল ৪টায় জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদানের জন্য সকল সদর উপজেলা ও সিটি করপোরেশনের সহকারী শিক্ষক এবং অন্যান্য উপজেলার শিক্ষকরা কমপক্ষে ১০০ জন উপস্থিত থাকবেন।
এর আগে, ৩০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সহকারী শিক্ষকরা কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানায়। মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবি যৌক্তিকভাবে বিবেচিত হয়েছে এবং বিষয়টি অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে-কমিশনের সঙ্গে আলোচনাাধীন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পে-কমিশনে সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
অন্যদিকে, আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকারের আশ্বাস অনুযায়ী ১১তম গ্রেডে বেতন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। ময়মনসিংহের ফুলপুর উপজেলার চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. আবুল কাসেম বলেছিলেন, সোমবার থেকে বার্ষিক পরীক্ষা শুরু হলেও আমরা তা বর্জন করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। কর্মবিরতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনে প্রভাব ফেলতে পারে। তাই শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনায় নিয়ে সহকারী শিক্ষকরা সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী বিধিমালা অনুসারে দায়িত্বশীল আচরণ করবেন বলে আশা করা হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: টি-২০ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: দ্বিতীয়ার্ধের খেলা শুরু-দেখুন ফলাফল-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: ফুটবল ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)
- আজ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড T20 ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টি-২০ ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ত্রিদেশীয় টি-২০: সরাসরি দেখবেন যেভাবে