ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রেস সচিবের স্পষ্ট বার্তা

২০২৫ ডিসেম্বর ০১ ১৬:০৪:০৭

ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রেস সচিবের স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি সংবাদ লিংক শেয়ার করে নিশ্চিত করেছেন, বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথম দিকে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে।

শফিকুল আলম বলেন, বিএনপি নেতা জিল্লুর রহমান নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা দেখছেন না এটি তিনি বহুদিন ধরে বলছেন; তবে বর্তমান বাস্তবতা ভিন্ন। তিনি জানান, নির্বাচন কমিশন খুব শিগগির তফশিল ঘোষণা করবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকার সর্বদা স্বচ্ছভাবে কাজ করছে। নিরাপত্তার জন্য রেকর্ডসংখ্যক বাহিনী ও অভূতপূর্ব মাত্রায় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া নতুন ডিসি ও এসপি নিয়োগ সম্পন্ন হয়েছে, যা নিয়ে কোনো উল্লেখযোগ্য প্রশ্ন উঠেনি।

প্রেস সচিব আরও জানান, নির্বাচনি প্রচারণা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। কিছু অভ্যন্তরীণ বিরোধ থাকলেও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল। জুলাই চার্টার গ্রহণের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হওয়ায় দলগুলো একই সঙ্গে গণভোটের প্রস্তুতিও নিচ্ছে।

তিনি জিল্লুর রহমানের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, কেন তিনি ১৯৯৬, ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের পরিস্থিতির সম্ভাবনার সঙ্গে তুলনা করছেন। শফিকুল আলমের মতে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রাজনৈতিক দলকে নির্বাচনে না রাখলে তা ‘অংশগ্রহণহীন’ বা ‘অবিশ্বাসযোগ্য’ হয় এ ধারণার সঙ্গে সরকার একমত নয় এবং অধিকাংশ নাগরিকও তা সমর্থন করেন না।

প্রেস সচিব বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরাও মনে করেন না যে ক্ষমা প্রার্থনা ও মানবতাবিরোধী অপরাধের বিচার ছাড়া আওয়ামী লীগ রাজনৈতিক স্বাভাবিকতায় ফিরতে পারে। সাম্প্রতিক ঘটনাগুলোও প্রমাণ করছে দলটি এখনও সহিংস কৌশলকে রাজনৈতিকভাবে লাভজনক মনে করে।

শফিকুল আলম জিল্লুর রহমানের অনলাইন ভিডিও সম্পর্কেও মন্তব্য করেছেন। তিনি বলেন, অনেক ভিডিওতে গুজব, বিভ্রান্তি ও ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করা হয় এবং বিতর্কিত ব্যক্তিদের বক্তব্য প্রচারের সুযোগ দেওয়া হয়েছে।

তিনি যোগ করেছেন, ‘মানুষ নিজের যুক্তি-বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নেবে। আমি দুটি বিষয় স্পষ্টভাবে বলতে পারি: আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এবং অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে, ইনশাআল্লাহ।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত