ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

মেট্রোর ছাদে কিশোর, যা জানাল কর্তৃপক্ষ

২০২৫ ডিসেম্বর ০১ ১১:০৪:০৫

মেট্রোর ছাদে কিশোর, যা জানাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: রোববার রাতে রাজধানীর মেট্রো রেলে এক কিশোরসহ দুজন যাত্রী ছাদে উঠায় সাময়িকভাবে চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশ সচিবালয় স্টেশনে ট্রেনের ছাদের ওপর দুইজন যাত্রী ওঠার খবর প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্তে জানা যায়, ওই কিশোর ৫০ টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনের ভেতরে ওঠে, কিন্তু ভিড়ের কারণে ছাদে উঠেছে। সে জানায়, প্রথমে ভেতরে থাকা অবস্থায় প্রচণ্ড ভিড় ও ধাক্কাধাক্কি অনুভব করায় একটি গ্রিল ধরে ওপরে উঠে যায়। অন্য একজনও একইভাবে ট্রেনের ছাদে উঠেছিল।

ঘটনার সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, কনস্টেবল মিশুক প্রথমে লক্ষ্য করেন যে একটি ছেলে ট্রেনের ছাদে উঠেছে। এরপর যাত্রী ও পুলিশের সঙ্গে মিলে তাকে খোঁজা হয়। দুই-তিনটি বগি খুঁজার পরও না পাওয়া গেলে কন্ট্রোলারকে জানানো হয় এবং বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়। পরে তাকে উদ্ধার করা হয় এবং নিরাপদে নিচে নামানো হয়।

মেট্রো রেলের এক কর্মকর্তা জানান, প্রতিটি বগির গ্যাপে ছোট স্পেস ও মইয়ের মতো ওঠার জায়গা আছে, যা মূলত রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহার হয়। তিনি বলেন, এই ধরনের ভুল শিশুদের জন্য বিপজ্জনক এবং সরকারের রেভিনিউ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনা ঘটলে দোষ মেট্রো কর্তৃপক্ষের ওপর পড়তে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত