ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
সচিবালয়ের নতুন ভবনে আগুন: যা জানাল ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ের নতুন নির্মিত কেবিনেট ভবনে রোববার বিকেলে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা মুহূর্তেই ভবনের বিভিন্ন তলায় আতঙ্ক ছড়িয়ে দেয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে এলেও প্রাথমিকভাবে এটিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
দুপুর পৌনে দুইটার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সচিবালয়ের ১ নম্বর ভবনের নবম তলায় ধোঁয়া দেখা গেলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। নবনির্মিত ২০ তলা ভবনটির প্রতিটি তলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন আহমেদ জানান, তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, ভবনের ১০ তলার অ্যাডজাস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লাগতে পারে। তিনি বলেন, “শর্ট সার্কিটই মূল কারণ বলে মনে হচ্ছে।”
গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে।
আগুন লাগার মুহূর্তেই ১ নম্বর ভবনের ভেতর টানা ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ঘন ধোঁয়ায় ভবনের চারপাশ ঢেকে গেলে অনেকে দৌড়ে নিচে নেমে যান। এক কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, “হুইসেল বাজতেই বুঝতে পারি কিছু একটা হয়েছে। কয়েক মিনিটের মধ্যেই দেখি উপরের দিক থেকে ধোঁয়া উঠছে, তখনই নেমে আসি।”
আরেক কর্মচারী জানান, শুরুতে তারা ধোঁয়াটাকে সিগারেটের ধোঁয়া মনে করলেও কিছুক্ষণ পর পরিস্থিতি বড় আকার নেয়। “ধোঁয়া ছড়াতেই সবাই দ্রুত ভবন ত্যাগ করে,” বলেন তিনি।
ঘটনার পর ভবনের ভেতরে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা–কর্মচারীরা নিরাপদ স্থানে চলে যান এবং মাঠে অবস্থান নেন।
গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনেও একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল; নতুন অগ্নিকাণ্ডের পর আবারও ভবনের নিরাপত্তা ও বৈদ্যুতিক কাঠামো নিয়ে প্রশ্ন উঠছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম