ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
ঢাকার পরিবহন ব্যবস্থা এখনও অগোছালো: ডিটিসিএ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার পরিবহন ব্যবস্থা এখনও অগোছালো ও অনিয়ন্ত্রিত অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার।
রোববার (৩০ নভেম্বর) বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইন্সটিটিউটে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন প্রাপ্তির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
নীলিমা আখতার বলেন, আমাদের পরিবহন খাত এখনো অনেকটা অগোছালো। এর মধ্যে ফিজিক্যাল সেইফটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ ড্রাইভারদের হাতে যেন কেউ আহত বা মারা না যায়, কারণ জীবন সবচেয়ে মূল্যবান।
তিনি আরও বলেন, কেউ নিশ্চয়ই কাউকে ইচ্ছে করে মেরে ফেলেন না। কিন্তু যার ক্ষতি হয় সে বুঝতে পারে। ম্যাজিস্ট্রেসি সময়কালীন একবার একজন ড্রাইভারের সাথে কথা হলো। কখনো দুর্ঘটনা ঘটিয়েছেন কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, '৭ জনকে মেরে ফেলছি'। কিন্তু এমন তো হওয়া যাবে না। দুর্ঘটনা কেউ ইচ্ছে করে ঘটায় না, কিন্তু ঘটলে তার জন্য অনুশোচনা থাকতে হবে। সুতরাং আপনি যদি সঠিক ঘুম, বিশ্রাম, শৃঙ্খলাপূর্ণ একটি জীবন পরিচালনা করেন, তাহলে দুর্ঘটনা ঘটার পরিমাণ অনেক কমে যাবে। এক্ষেত্রে মালিকদেরও সচেতন হতে হবে।
প্রশিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের এমন কিছু শেখানো প্রয়োজন যা তাদের ড্রাইভিংয়ের চরিত্র পরিবর্তন করতে পারে। বিশেষ করে নারীদের প্রতি সম্মান প্রদর্শন শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিআরটিএ পরিচালক (প্রশাসন) নাজনীন হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মো. আবদুস সোবহান, বিআরটিএ ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক শফিকুজ্জামান ভূঞা এবং বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত