ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০ মাঘ ১৪৩২
কৃষিপণ্য দাম ও বাজার অভিযান নিয়ে তীব্র সমালোচনা আমীর খসরুর
'খাদ্য আমদানি কমাতে না পারলে বৈশ্বিক রাজনীতির শিকার হতে হবে'
নিজস্ব প্রতিবেদক: সরকারি সংস্থা কর্তৃক কৃষিপণ্যের দাম নির্ধারণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানের কড়া সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দাম কমানোর নামে বাজারে ভোক্তা অধিকারের কর্মকর্তারা যে অভিযান চালান, তা ‘লোক দেখানো’ এবং এক ধরনের ‘ননসেন্স’ কাজ। বাজারকে বাজারের মতো চলতে দেওয়া উচিত।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) আয়োজিত চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় দিনের ‘কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘পাঁচ মিনিটের জন্য দাম কমিয়ে ভোক্তাকে স্বস্তি দেওয়া সম্ভব নয়। সরকারি প্রতিষ্ঠান পণ্যমূল্য নির্ধারণ করে দিয়ে বোকার কাজ করছে। কৃষিতে আমরা ভালো করেছি, কিন্তু বিপ্লব হয়নি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের অঞ্চলভিত্তিক ম্যাপিং করতে হবে। কোন অঞ্চলে কোন ফসল ভালো হয়, তা চিহ্নিত করে অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে।’
তিনি আরও বলেন, খাদ্য আমদানি নির্ভরতা কমাতে না পারলে বাংলাদেশকে বৈশ্বিক রাজনীতির শিকার হতে হবে। কৃষির সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত ও এনজিওগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। বিএনপির এই নেতা জানান, আগামী ১৮ মাসে তারা এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করেছেন, যার অন্যতম প্রধান খাত হবে কৃষি।
বক্তব্যে দলীয় প্রধানের স্মৃতিচারণ করে আমীর খসরু বলেন, ‘বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। এরশাদ সরকার থেকে শুরু করে ওয়ান-ইলেভেন, এমনকি শেখ হাসিনাও তাকে নানা প্রলোভন দেখিয়েছে। কিন্তু তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। বিএনপিও দেশ ও জাতির স্বার্থে নির্বাচনে অংশ নিচ্ছে, যদিও অনেক কিছুর সঙ্গেই আমাদের দ্বিমত রয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী কৃষিতে ব্যাপক পরিবর্তনের ওপর জোর দেন। তিনি হর্টিকালচার বা উদ্যানতত্ত্বে চীনের সহায়তা নেওয়ার পরামর্শ দেন। বিএজেএফ সভাপতি সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু খালিদ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো