ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
বিদ্রোহের মাঝেই ফুটবলারদের নিয়ে অনুশীলনে কোচ বাটলার
.jpg)
ডুয়া ডেস্ক: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অনুশীলন দীর্ঘদিন ধরে মাঠ সমস্যার কারণে বন্ধ থাকলেও আজ (শনিবার) সকালে ব্রিটিশ কোচ পিটার বাটলার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৩ জন নারী ফুটবলার নিয়ে তাদের অনুশীলন শুরু করেছেন। ক্যাম্পে ৩১ জন ফুটবলার থাকার কথা থাকলেও কোচের বিরুদ্ধে বিদ্রোহের কারণে বেশিরভাগ ফুটবলার অনুশীলনে যোগ দেননি। এটি ছিল বাটলারের দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে প্রথম অনুশীলন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩১ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল। তবে আনাই মগিনি এখনও যোগ দেয়নি। বাকি ৩০ জনের মধ্যে ১৩ জন আজ অনুশীলন করেন। তাদের মধ্যে রয়েছেন রিপা, আফিদা, আইরিন, কোহাতি কিসকু, প্রান্তি, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, সুরমা ও প্রীতি। অন্যদিকে, জাতীয় দলের ১৮ জন ফুটবলার অনুশীলন বয়কট করেছেন। এতে সাবিনা, কৃষ্ণা, মারিয়া, সানজিদা এবং অন্যান্য সিনিয়র খেলোয়াড়রা রয়েছেন।
গত বৃহস্পতিবার ফুটবলাররা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, তারা বাটলারের অধীনে অনুশীলন করবেন না এবং যদি কোচ হিসেবে তাকে বহাল রাখা হয় তবে তারা ফুটবল থেকে সরে যাবেন। এই অবস্থানের কারণে আজ তারা অনুশীলনে উপস্থিত হননি।
সাফ চ্যাম্পিয়নশিপের পূর্বে কোচের সঙ্গে ফুটবলারদের দূরত্ব তৈরি হয় এবং সাফ চলাকালীন তা উন্মোচন হয়। যদিও সাবিনারা সাফে চ্যাম্পিয়ন হয়েছেন কিন্তু কোচ বাটলার নিয়ে তারা অসন্তুষ্ট ছিলেন। বাফুফে খেলোয়াড়দের সমস্যাগুলিকে গুরুত্ব না দিয়ে কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করে। বর্তমান পরিস্থিতির সমাধানের জন্য বাফুফে একটি বিশেষ কমিটি গঠন করেছে। যার একটি সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে।
মাঠ সংস্কারের পর ২০২১ সালের জুলাইয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামটি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি) থেকে আনুষ্ঠানিকভাবে বুঝে পায়নি বাফুফে। ফলে স্টেডিয়ামটি অনেকদিন পর নারী দলের অনুশীলনের জন্য সাময়িকভাবে ব্যবহৃত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর