ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০ মাঘ ১৪৩২
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে বই: উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীরা তাদের সব পাঠ্যপুস্তক হাতে পাবে। জেলা পর্যায়ে অধিকাংশ বই ইতিমধ্যেই পৌঁছে গেছে, তাই জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই বিতরণ নিশ্চিত হবে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, যেসব বিদ্যালয় আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হবে, সেগুলো দ্রুত মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হলো- শিক্ষার্থী যেন মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে, বুঝতে এবং লিখতে পারে। এছাড়া শিক্ষার্থীরা প্রাথমিক গাণিতিক নিয়মগুলো (যোগ, বিয়োগ, গুণ, ভাগ) সঠিকভাবে আয়ত্ত করতে শিখবে, যাতে সমস্যার সমাধানে সঠিক নিয়ম প্রয়োগ করতে পারে। ইংরেজি ভাষার সঙ্গে পরিচয় করানোও এই পর্যায়ের গুরুত্বপূর্ণ অংশ। এসব ক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, প্রাথমিক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান করা সম্ভব হয়েছে, এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান করা যায় কিনা তা যাচাই ও প্রয়োগের চেষ্টা চলছে। আশা করা যাচ্ছে শীঘ্রই এটি সফলভাবে বাস্তবায়িত হবে।
এর আগে, সকাল সাড়ে ১০টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ‘পিইডিপি-৪ এর চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সম্পূর্ণ করার কৌশল নির্ধারণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো