ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

জাতীয় নির্বাচন ২০২৬: অংশ নিতে পদত্যাগ করবেন যে দুই উপদেষ্টা

২০২৫ নভেম্বর ২৮ ১৬:১২:০৮

জাতীয় নির্বাচন ২০২৬: অংশ নিতে পদত্যাগ করবেন যে দুই উপদেষ্টা

সরকার ফারাবী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উপদেষ্টা পরিষদের দুই সদস্য এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম আগামী সপ্তাহেই পদত্যাগ করতে চলেছেন। নির্বাচন তফসিল ঘোষণার আগেই তাঁরা সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা চূড়ান্ত করেছেন।

বিশ্বস্ত সূত্র জানায়, দুই উপদেষ্টা ইতোমধ্যে প্রধান উপদেষ্টাকে মৌখিকভাবে তাঁদের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে তাঁরা গুরুত্বপূর্ণ ছিলেন। দায়িত্ব ছাড়ার পর তাঁরা আসন্ন নির্বাচনে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপির শূন্য করে রাখা আসনগুলোতে তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। পাশাপাশি উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কিত কিছু সময়সীমার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে-

১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন তফসিল ঘোষণা

৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

বিশ্লেষকদের মতে, উপদেষ্টাদের সম্ভাব্য পদত্যাগ ও নতুন প্রার্থীদের মাঠে নামা নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

অন্যদিকে, নির্বাচনকে সামনে রেখে জোট গঠনের তৎপরতাও তীব্র হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বুধবার রাতে নাহিদ ইসলামের বাসায় দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। জোটের কাঠামো নিয়ে বিভিন্ন প্রস্তাব আলোচনায় এলেও, ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের সংগঠন ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)–কে জোটে যুক্ত করার প্রস্তাবকে কেন্দ্র করে আলোচনা ভেঙে যায়।

৪০ জন নেতার মধ্যে মাত্র তিনজন ‘আপ বাংলাদেশ’-কে জোটে নেয়ার পক্ষে মত দেন। অপরদিকে কেউ বিএনপির সঙ্গে জোট গঠনের কথা বলেন, আবার কেউ স্বতন্ত্রভাবে নির্বাচনে যাওয়ার পক্ষে অবস্থান নেন। তবে এনসিপি নেতারা জামায়াতের সঙ্গে কোনো জোটে যেতে অনাগ্রহী। ফলে শেষ মুহূর্তে এনসিপিতে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগ করেই নির্বাচন করব।”

তিনি জানান, উপদেষ্টা থাকলে নির্বাচন করা আইনত বাধা না হলেও নীতিগতভাবে তা সমীচীন নয়। কোন দল থেকে নির্বাচন করবেন, তা এখনও নির্ধারণ করেননি। তিনি আরও জানান, শুধু তাঁরা দুজনই নন, আরও কয়েকজন উপদেষ্টাও নির্বাচন করতে পারেন।

সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লার ভোটার থেকে ঢাকা-১০ আসনে ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। ফলে ধারণা করা হচ্ছে, এই আসন থেকেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন যেখানে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি।

অন্যদিকে, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পূর্বের বক্তব্যে তাঁর পদ ছাড়ার বিষয়ে কিছুটা অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন। ২৬ অক্টোবর তিনি বলেছিলেন, নভেম্বরেই উপদেষ্টাদের কার্যক্রম শেষ হয়ে যাবে এবং নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। কিন্তু সরকারের পক্ষ থেকে দ্রুতই জানানো হয় নভেম্বরে কেবিনেট ক্লোজ হওয়ার তথ্যটি সঠিক নয়; নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত বর্তমান উপদেষ্টা পরিষদই কাজ চালিয়ে যাবে।

মাহফুজ আলমের কিছু ফেসবুক পোস্ট যেমন "এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে" (যা পরে তিনি মুছে ফেলেন) এবং "মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে" সরকারের নীতিনির্ধারকদের বিব্রত করেছে বলে জানা গেছে। দায়িত্বে থাকা অবস্থায় এমন মন্তব্য অনুচিত বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেপথ্যে ভূমিকা রাখা কয়েকজনের উদ্যোগে চলতি বছরের ৯ মে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) দলটি আত্মপ্রকাশ করে। এটি গঠনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কয়েকজন নেতা যুক্ত ছিলেন। দলের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, এবং সদস্য সচিব আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত