ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্যে বিএএসএর প্রতিবাদ

২০২৫ নভেম্বর ২৮ ১৫:৫৪:৪৯

শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্যে বিএএসএর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর প্রশাসনবিরোধী মন্তব্যকে ‘অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে কঠোর নিন্দা জানিয়েছেবাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)। সংগঠনটি জানিয়েছে, প্রশাসনকে উদ্দেশ্য করে রাজনৈতিক ভাষণে এমন আক্রমণাত্মক মন্তব্য বিভ্রান্তি তৈরি করে এবং নির্বাচনী পরিবেশের জন্য ক্ষতিকর।

গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রশাসন ক্যাডারের এ সংগঠন জানায়,নির্বাচন পরিচালনায় পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আইনানুগতা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব। বিবৃতিতে সই করেন বিএএসএর সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবমো. নজরুল ইসলামএবং সাধারণ সম্পাদক ও ঢাকার বিভাগীয় কমিশনারশরফ উদ্দিন আহমদ চৌধুরী। উল্লেখ্য, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি রাজনৈতিক সমাবেশ, টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের কর্মকর্তাদের নিয়েবিভ্রান্তিকর বা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের প্রবণতা উদ্বেগজনক। প্রশাসনের মূল পরিচয় হলো কোনো রাজনৈতিক দল, মতাদর্শ বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত না থাকা এবং রাষ্ট্রের নীতি বাস্তবায়নে নিরপেক্ষ থাকা।

চট্টগ্রামে সম্প্রতি এক জনসভায়সরকারি প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনা ও রাজনৈতিক নির্দেশে গ্রেপ্তার-মামলা করার বিষয়ে শাহজাহান চৌধুরীর মন্তব্যবিএএসএর নজরে আসে, যা তারা অনভিপ্রেত ও অযথার্থ বলে উল্লেখ করে। সংগঠনটি ভবিষ্যতে সবাইকে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানায়।

একটিস্বচ্ছ, শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য নির্বাচনকরতে প্রশাসনের কর্মকর্তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

জানা গেছে, মাঠ প্রশাসন নিয়ে বিতর্কিত বক্তব্যের পর২৫ নভেম্বর জামায়াতে ইসলামী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশদিয়েছে, যার জবাব সাত দিনের মধ্যে দিতে বলা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত