ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
সাংবাদিকদের রাজনৈতিক লেজুড়বৃত্তি ত্যাগের আহ্বান মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক :বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র দ্বি-বার্ষিকী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের উচিত তাদের নিজস্ব দাবি-দাওয়া এবং ইউনিয়নের মূল কাজের সঙ্গে মিল রেখে মালিক পক্ষ বা সরকারের সঙ্গে কাজ করা। কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি সমস্যার সমাধান আনে না। তিনি আরও বলেন, গত ১৫ বছরে বর্তমান শাসক দলের পরিকল্পিতভাবে গণমাধ্যমকে দুর্বল করার চেষ্টা হয়েছে। তাই সাংবাদিক নেতৃবৃন্দকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার জন্য সবাই অপেক্ষা করছে। গণতন্ত্রে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে। তিনি বলেন, “আমি আপনার সঙ্গে একমত নাও হতে পারি, তবে আপনার মত প্রকাশের অধিকারকে আমি রক্ষা করব।”
মির্জা ফখরুল আরও বলেন, দেশে ভিন্নমত পোষণকারীদের শত্রু হিসেবে দেখার প্রবণতা আছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়। তিনি সাংবাদিকদের এমন পরিস্থিতি থেকে বিরত থাকার পরামর্শ দেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের ঐক্য অটুট রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্য দেশের জন্য শক্তি, যা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ঢাকা ও দেশের অন্যান্য স্থানের সাংবাদিক ইউনিয়নের বিভক্তি দূর করার ওপর জোর দেন।
সম্মেলনে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে, সিনিয়র সহকারি মহাসচিব বাছির জামাল ও প্রচার সম্পাদক শাহজাহান সাজুর সঞ্চালনায় বক্তব্য দেন মহাসচিব কাদের গনি চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবদুল হাই শিকদার, হাসান হাফিজ, এলাহী নেওয়া খান সাজু, সৈয়দ আবদাল আহমেদ, শহিদুল ইসলাম, খুরশীদ আলম, মুন্সি আবদুল মান্নান ও বারেক হোসাইন।
সম্মেলনে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সারাদেশের ১৮টি অঙ্গ সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। বিকালে অনুষ্ঠিত হবে কর্ম অধিবেশন, যেখানে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে