ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

সাংবাদিকদের রাজনৈতিক লেজুড়বৃত্তি ত্যাগের আহ্বান মির্জা ফখরুলের

২০২৫ নভেম্বর ২৮ ১৪:৪৪:১৬

সাংবাদিকদের রাজনৈতিক লেজুড়বৃত্তি ত্যাগের আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক :বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র দ্বি-বার্ষিকী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের উচিত তাদের নিজস্ব দাবি-দাওয়া এবং ইউনিয়নের মূল কাজের সঙ্গে মিল রেখে মালিক পক্ষ বা সরকারের সঙ্গে কাজ করা। কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি সমস্যার সমাধান আনে না। তিনি আরও বলেন, গত ১৫ বছরে বর্তমান শাসক দলের পরিকল্পিতভাবে গণমাধ্যমকে দুর্বল করার চেষ্টা হয়েছে। তাই সাংবাদিক নেতৃবৃন্দকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার জন্য সবাই অপেক্ষা করছে। গণতন্ত্রে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে। তিনি বলেন, “আমি আপনার সঙ্গে একমত নাও হতে পারি, তবে আপনার মত প্রকাশের অধিকারকে আমি রক্ষা করব।”

মির্জা ফখরুল আরও বলেন, দেশে ভিন্নমত পোষণকারীদের শত্রু হিসেবে দেখার প্রবণতা আছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়। তিনি সাংবাদিকদের এমন পরিস্থিতি থেকে বিরত থাকার পরামর্শ দেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের ঐক্য অটুট রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্য দেশের জন্য শক্তি, যা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ঢাকা ও দেশের অন্যান্য স্থানের সাংবাদিক ইউনিয়নের বিভক্তি দূর করার ওপর জোর দেন।

সম্মেলনে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে, সিনিয়র সহকারি মহাসচিব বাছির জামাল ও প্রচার সম্পাদক শাহজাহান সাজুর সঞ্চালনায় বক্তব্য দেন মহাসচিব কাদের গনি চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবদুল হাই শিকদার, হাসান হাফিজ, এলাহী নেওয়া খান সাজু, সৈয়দ আবদাল আহমেদ, শহিদুল ইসলাম, খুরশীদ আলম, মুন্সি আবদুল মান্নান ও বারেক হোসাইন।

সম্মেলনে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সারাদেশের ১৮টি অঙ্গ সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। বিকালে অনুষ্ঠিত হবে কর্ম অধিবেশন, যেখানে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত