ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

রাজধানীর মহাখালীতে আগুন

২০২৫ নভেম্বর ২৮ ১৪:৪৯:১৬

রাজধানীর মহাখালীতে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে হঠাৎ আগুনের ঘটনা ঘটে দুপুরে, তবে দ্রুতই নিয়ন্ত্রণে আসে আগুন।

শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসারলিমা খানমজানান, মহাখালীর আমতলী এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে আগুনের ঘটনা ঘটে এবং তা দ্রুতই নির্বাপণ করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাতহয়। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এদিকে ঘটনাস্থলের মানুষ আতঙ্কিত হলেও দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত