ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২
জুলাই শহীদদের স্মরণে ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশের ১১টি জেলার ৪৪টি উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব লাইব্রেরির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা জানান, যেসব এলাকায় শিক্ষার হার জাতীয় গড়ের তুলনায় কম, সেসব স্থানকে প্রাধান্য দিয়ে এই লাইব্রেরিগুলো নির্মাণ করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের উন্নয়ন বৈষম্য কমানোর লক্ষ্যে রংপুর বিভাগের ৮টি জেলার ৪১টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া ময়মনসিংহের ফুলপুর, কুমিল্লার মুরাদনগর এবং সাতক্ষীরার দেবহাটা উপজেলাতেও লাইব্রেরি চালু করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নকশায় নির্মিত প্রতিটি লাইব্রেরির ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ টাকা। ৪৪টি লাইব্রেরি নির্মাণে মোট ব্যয় হয়েছে ২৩ কোটি ৩২ লাখ টাকা।
আসিফ মাহমুদ বলেন, লাইব্রেরিগুলো শুধু বই পড়ার স্থান নয়, বরং জ্ঞানচর্চা ও সৃজনশীলতার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। তিনি আরও ঘোষণা দেন, বই ও আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য স্থানীয় সরকারের বিশেষ বরাদ্দ থেকে প্রতিটি লাইব্রেরিকে আরও ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।
লাইব্রেরি পরিচালনার জন্য নতুন পদ সৃষ্টির প্রক্রিয়া চলমান রয়েছে। পদায়ন না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন নিজস্ব ব্যবস্থাপনায় লাইব্রেরিগুলোর কার্যক্রম পরিচালনা করবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে