ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

রাজধানীর কাওরান বাজারে আগুন 

২০২৫ নভেম্বর ২৭ ২১:৪৫:৩৯

রাজধানীর কাওরান বাজারে আগুন 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ব্যস্ত কারওয়ান বাজার রেলগেট এলাকার পাশে ঝুপড়ি বসতিতে আকস্মিকভাবে আগুন ছড়িয়ে পড়েছে, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত উদ্ধারকর্মীরা কাজ শুরু করেছেন। তিনি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত