ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
ঈশ্বরদীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে শতাধিক আহত
নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে রাজনৈতিক উত্তেজনা রণক্ষেত্রের রূপ নিয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডলসহ দুই পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চরগড়গড়ি গ্রামের যগির মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে প্রায় দেড় শতাধিক মোটরসাইকেলের শো-ডাউন নিয়ে রহিমপুর বটতলা থেকে চরগড়গড়ি আলহাজ মোড়ের উদ্দেশে রওনা দেন জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডল। যগির মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহা. সাইদুল ইসলাম বলেন, এর আগের দিন বুধবার (২৬ নভেম্বর) চরগড়গড়ির জামায়াতের রুকন ডা. ইকবাল হোসেনকে মারধরের অভিযোগ রয়েছে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থক সাহাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মক্কেল মৃধার বিরুদ্ধে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশে যাওয়ার পথে বিএনপির কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
তিনি দাবি করেন, হামলায় শতাধিক জামায়াত কর্মী আহত হন এবং প্রার্থী আবু তালেবের গাড়ি ভাঙচুর ও চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।অন্যদিকে, সাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী অভিযোগ করেন, জামায়াতের মোটরসাইকেল বহর থেকেই তাদের ওপর হামলা করা হয় এবং ৪০ রাউন্ডের বেশি গুলিবর্ষণ করা হয়। এতে বিএনপির প্রায় অর্ধশত কর্মী আহত হন।
রূপপুর গ্রিন সিটি মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আসাদুজ্জামান জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং বেশ কয়েকটি পুড়ে যাওয়া মোটরসাইকেল পড়ে রয়েছে।
এ ঘটনায় পুলিশের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক