ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ঈশ্বরদীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে শতাধিক আহত
নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে রাজনৈতিক উত্তেজনা রণক্ষেত্রের রূপ নিয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডলসহ দুই পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চরগড়গড়ি গ্রামের যগির মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে প্রায় দেড় শতাধিক মোটরসাইকেলের শো-ডাউন নিয়ে রহিমপুর বটতলা থেকে চরগড়গড়ি আলহাজ মোড়ের উদ্দেশে রওনা দেন জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডল। যগির মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহা. সাইদুল ইসলাম বলেন, এর আগের দিন বুধবার (২৬ নভেম্বর) চরগড়গড়ির জামায়াতের রুকন ডা. ইকবাল হোসেনকে মারধরের অভিযোগ রয়েছে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থক সাহাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মক্কেল মৃধার বিরুদ্ধে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশে যাওয়ার পথে বিএনপির কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
তিনি দাবি করেন, হামলায় শতাধিক জামায়াত কর্মী আহত হন এবং প্রার্থী আবু তালেবের গাড়ি ভাঙচুর ও চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।অন্যদিকে, সাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী অভিযোগ করেন, জামায়াতের মোটরসাইকেল বহর থেকেই তাদের ওপর হামলা করা হয় এবং ৪০ রাউন্ডের বেশি গুলিবর্ষণ করা হয়। এতে বিএনপির প্রায় অর্ধশত কর্মী আহত হন।
রূপপুর গ্রিন সিটি মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আসাদুজ্জামান জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং বেশ কয়েকটি পুড়ে যাওয়া মোটরসাইকেল পড়ে রয়েছে।
এ ঘটনায় পুলিশের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- আজ মুখোমুখি হচ্ছে ভারত বনাম বাংলাদেশ: যেভাবে দেখবেন সরাসরি(LIVE)