ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেল ঢাকার হাতিরঝিল প্রকল্প

২০২৫ নভেম্বর ২৭ ১৮:৩২:২৫

আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেল ঢাকার হাতিরঝিল প্রকল্প

মো: আবু তাহের নয়ন: নগর উন্নয়নে দীর্ঘদিনের ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করেছে ঢাকা। হংকংয়ের সিআইসি–জিরো কার্বন পার্কে অনুষ্ঠিত এশিয়ান টাউনস্কেপ পুরস্কার অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর দুইটায় এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটির চেয়ারম্যান প্যাট্রিক লাউ সাউ শিং তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন স্থাপত্য প্রতিষ্ঠান ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেডের পরিচালক স্থপতি ইকবাল হাবিব ও স্থপতি মো. ইসতিয়াক জহির। এ বছর এশিয়ান টাউনস্কেপ পুরস্কার যৌথভাবে আয়োজন করে জাতিসংঘ মানববসতি কর্মসূচির এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক দপ্তর, এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটি, ফুকুওকা এশিয়ান নগর গবেষণা কেন্দ্র এবং এশিয়া টাউনস্কেপ ডিজাইন সোসাইটি। বিশ্বের বিভিন্ন দেশের শহুরে পরিবেশ, জনজীবন, নান্দনিকতা ও পরিবেশগত টেকসই উন্নয়নে অবদান রাখা বাহাত্তরটি প্রকল্পের মধ্যে সাতটি দেশের এগারোটি প্রকল্পকে এবার পুরস্কারের জন্য বাছাই করা হয়।

অনুষ্ঠানে ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেডের নকশাকৃত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ‘হাতিরঝিল এলাকা ও বেগুনবাড়ি খাল সমন্বিত উন্নয়ন প্রকল্প’ পুরস্কৃত হয়। ‘হ্রদ ও জলাধার উন্নয়ন’ বিভাগে স্বীকৃতিপ্রাপ্ত এই প্রকল্প ঢাকার প্রথম কোন প্রকল্প হিসেবে এশিয়ান টাউনস্কেপ পুরস্কারের মর্যাদা অর্জন করেছে। এর আগে বাংলাদেশ তিনবার এ পুরস্কার পেলেও ঢাকার কোনো প্রকল্প এবারই প্রথম স্বীকৃতি পেল।

দীর্ঘদিন ধরেই হাতিরঝিল প্রকল্প নগর কাঠামো উন্নয়ন, জনসেবামূলক ব্যবহার, জলাধার পুনরুদ্ধার এবং নগরবাসীর বিনোদন সুবিধা বৃদ্ধির জন্য একটি নার্সনীয় মডেল হিসেবে পরিচিত। আন্তর্জাতিক অঙ্গনের এই পুরস্কার বাংলাদেশের স্থাপত্য, নগর পরিকল্পনা ও টেকসই উন্নয়ন খাতে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত