ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

১৩ ঘণ্টায় তিন ভূমিকম্প, দেশজুড়ে আতঙ্ক

২০২৫ নভেম্বর ২৭ ১৭:৩৮:৩২


১৩ ঘণ্টায় তিন ভূমিকম্প, দেশজুড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে স্বল্প সময়ের ব্যবধানে পরপর তিন দফা ভূকম্পন অনুভূত হওয়ায় জনসাধারণের মধ্যে উদ্বেগ বেড়েছে। মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে এই কম্পনগুলো হওয়ায় অনেকেই শঙ্কা প্রকাশ করছেন দেশের ভূতাত্ত্বিক নিরাপত্তা নিয়ে। বিভিন্ন অঞ্চলের মানুষ হঠাৎ ঝাঁকুনি টের পেয়ে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গতকাল রাত ৩টার পরে শুরু হওয়া কম্পনগুলোর সময় পরিসীমা আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিস্তৃত। রিখটার স্কেলে এগুলোর মাত্রা ছিল হালকা থেকে মাঝারি পর্যায়ের।

প্রথম ভূমিকম্পটি ঘটে গতকাল রাত ৩টা ২৯ মিনিটে যার মাত্রা ছিল ৪। বঙ্গোপসাগরে উৎপত্তি হওয়া এ কম্পনে কক্সবাজারের টেকনাফ এলাকায় ঝাঁকুনি অনুভূত হয়। ভূকম্পনবিষয়ক ওয়েবসাইটভলকানো ডিসকভারিজানায়, এটি তুলনামূলক দুর্বল ছিল বলে অনেকেই তা উপলব্ধি করেননি।ইএমএসসিজানিয়েছে, ভূমিকম্পটির উৎস ছিল ভূমির ১০ কিলোমিটার গভীরে।

দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে। এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, ভূমিকম্পটির উৎপত্তি ভারতের মনিপুরে ছিল।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে তৃতীয় কম্পনটি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬।ইএমএসসিনিশ্চিত করেছে, বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে কম্পনটি রেকর্ড করা হয়। এ পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে ২১ নভেম্বর সকালে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে, যেখানে শিশুসহ ১০ জন নিহত হন এবং আহত হন ছয় শতাধিক মানুষ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত