ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

পূর্বাচল প্লট বরাদ্দ মামলায় সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড

২০২৫ নভেম্বর ২৭ ১২:৫২:৫২

পূর্বাচল প্লট বরাদ্দ মামলায় সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :বৃহস্পতিবার: রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় প্রধানমন্ত্রী পদচ্যুত শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আজ এ রায় ঘোষণা করেন।

পৃথক তিনটি মামলায় শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও সরকারি কর্মকর্তাসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়েছিল। শুরু থেকেই শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকে পলাতক দেখিয়ে বিচার কার্যক্রম এগিয়ে চলে।

অভিযোগ

মামলার অভিযোগপত্রে বলা হয়, ধানমন্ডির সুধাসদনে অবস্থানকালে শেখ হাসিনা তার স্বামী ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য গোপন করে এবং মিথ্যা হলফনামা জমা দিয়ে রাজউকের বিধিমালা লঙ্ঘন করে প্লট বরাদ্দ নেন। এ ছাড়া প্লট পাওয়ার জন্য রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগও আনা হয়।

অন্যান্য মামলার অগ্রগতি

একই ধরনের অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত