ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২
ঢাকা-১১ আসনে প্রার্থী হচ্ছেন নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্য নিয়ে মনোনয়ন ফরম নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম। রামপুরা, হাতিরঝিল, ভাটারা ও উত্তর সিটির মোট ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনেই তার বসবাস বলে দল সূত্রে জানানো হয়েছে। জানা গেছে, এনসিপির পক্ষে এখন পর্যন্ত ১ হাজার ৪৮৪ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
তবে আলোচিত জুলাই আন্দোলন থেকে উঠে আসা নতুন দল এনসিপির শীর্ষ নেতা হওয়া সত্ত্বেও নাহিদ ইসলামের মাঠে নামা এখনো দেখা যাচ্ছে না। এলাকায় কোনও প্রকাশ্য প্রচারণা বা গণসংযোগও শুরু হয়নি। ফলে তার প্রার্থিতা ঘিরে ভোটারদের মধ্যে যেমন কৌতূহল বাড়ছে, তেমনি দলেও তৈরি হয়েছে অস্পষ্টতা।
দলটির একাধিক নেতার মতে, নাহিদের নীরবতা ও কম উপস্থিতি মূলত সাংগঠনিক ও ব্যক্তিগত সিদ্ধান্তের ফল। তারা জানান, গণমাধ্যমে বিষয়টি তেমনভাবে প্রচার না করার পেছনেও ছিল নাহিদের নিজের অবস্থান।
এদিকে এনসিপির সদস্য সচিব আখতারসহ বিভিন্ন জেলা ও মহানগরে সম্ভাব্য প্রার্থীরা পোস্টার-ব্যানারে প্রচারণায় সরব থাকলেও দলীয় প্রধানের শান্ত অবস্থান দৃষ্টি কাড়ছে সকলের। মাঠপর্যায়ের কর্মীদের মধ্যেও এ নিয়ে আলোচনা রয়েছে। যদিও কেন্দ্রীয় নেতৃত্ব জোর দিয়ে বলছে—নাহিদ নিশ্চয়ই নির্বাচন করবেন, শুধু এখনো প্রচারণা দৃশ্যমান নয়।
এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, নাহিদ ইসলাম ঢাকা-১১ থেকে নির্বাচন করবেন—এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি নীরবে প্রস্তুতি নিচ্ছেন। তবে প্রচারণা ও মিডিয়াতে প্রচারচিত্র তুলে ধরতে তিনি এখনই সম্মতি দেননি। বিলবোর্ড বা পোস্টারেও তার আগ্রহ নেই বলে জানান তিনি।
আরিফুল আরও বলেন, দলের প্রধান হিসেবে অন্য সম্ভাব্য প্রার্থীরা আগে মাঠ তৈরি করুক—এই লক্ষ্যেই নাহিদ নিজেকে কিছুটা আড়ালে রেখেছেন। দলীয় নেতা হিসেবে আগে অন্যদের জায়গা সুদৃঢ় করা তার কৌশল বলে মনে করছেন তারা।
এনসিপির মনোনয়ন সংগ্রহের খবর ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে দলীয় উদ্যোগেই প্রচার করা হয়েছে, ফরম সংগ্রহের ছবিও ছড়িয়েছে। তবে নাহিদ ইসলামের ফরম নেওয়ার বিষয়টি আলাদাভাবে প্রকাশ করা হয়নি—যা কৌতূহল আরও বাড়িয়েছে।
রামপুরা, হাতিরঝিল, বাড্ডা ও ভাটারা এলাকা এবং উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড মিলিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এখান থেকে নাহিদ ইসলামের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের আরও প্রার্থী ইতোমধ্যে মাঠে সক্রিয়। তাদের প্রচারণা চলছে জোরেশোরে।
এ আসনে বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তর মহানগর সভাপতি শেখ ফজলে বারী মাসুদ আগেই প্রার্থিতা ঘোষণা করেছেন এবং তারা প্রকাশ্য প্রচারণায় ব্যস্ত।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল