ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

বিচার বিভাগে বড় পদোন্নতি: পদমর্যাদা বাড়ল ৮২৬ বিচারকের

২০২৫ নভেম্বর ২৬ ১৯:৪২:১৪

বিচার বিভাগে বড় পদোন্নতি: পদমর্যাদা বাড়ল ৮২৬ বিচারকের

নিজস্ব প্রতিবেদক: দেশের বিচার প্রশাসনে বড় ধরনের পদোন্নতির ঘটনা ঘটেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তিন স্তরে মোট ৮২৬ জন বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার (২৬ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতির পরিসংখ্যান নিম্নরূপ:

১. অতিরিক্ত জেলা জজ থেকে জেলা ও দায়রা জজ: ২৫০ জন।

২. যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ: ২৯৪ জন।

৩. সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ: ২৮২ জন।

পদোন্নতিপ্রাপ্ত জেলা ও দায়রা জজদের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ-২০১৬ অনুযায়ী প্রথম গ্রেডে (৭০,৯২৫-৭৬,৩৫০ টাকা স্কেল) তাদের পদোন্নতি দেওয়া হলো। একইসঙ্গে তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। এছাড়া যারা বর্তমানে প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বিদেশে ছুটিতে আছেন, তাদের ছুটি শেষে অবিলম্বে নতুন পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত জেলা জজদের তালিকা দেখুনএখানে

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত