ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

গবাদিপশু খাতকে শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগ জরুরি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

২০২৫ নভেম্বর ২৬ ১৮:৪৩:০০

গবাদিপশু খাতকে শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগ জরুরি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী ও আধুনিক করতে প্রযুক্তিগত সহায়তা এবং সমন্বিত উদ্যোগ অপরিহার্য বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, এই খাতের উন্নয়নে গবেষকরা ইতোমধ্যে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি দেশের উন্নয়নে বিভিন্ন গবাদিপশু পালন করে খামারিরা, বিশেষ করে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা বার্তা পাঠান।

অনুষ্ঠানে গবাদিপশু পালন, পল্ট্রি খামার, প্রাণী ও প্রাণিজাত পণ্য, প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং প্রান্তিক খামারি ও নারী ক্যাটাগরিতে ১৫ জনকে নগদ অর্থ, ব্রোঞ্জ, রৌপ্য ও স্বর্ণ পদক প্রদান করা হয়।

ওয়াহিদউদ্দিন মাহমুদ অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এই খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পশু পালন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহায়তা হিসেবে কাজ করছে এবং এ খাত অর্থনীতিতে শক্তি যুগিয়েছে।

তিনি আরও বলেন, আমরা গবাদি পশু পালন করে সফলতা অর্জন করেছি। এই খাত অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখছে। পশু পালন করতে গিয়ে পশুদের প্রতি নিষ্ঠুর আচরণ না করারও আহ্বান জানান তিনি।

এছাড়া খাতকে আরও উন্নত করতে উদ্যোক্তাদের স্বাস্থ্য সম্মত পশু খাদ্য সরবরাহ ও টিকাদানে সহায়তার প্রস্তাব দেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও পুরুষ উভয়ে মিলে দেশীয় সম্পদ গবাদি পশু পালন করে স্বাবলম্বী হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, দেশে বিভিন্ন প্রজাতির গবাদি পশু পালন করা হচ্ছে এবং দেশীয় উদ্যোক্তারাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। তবে খাতকে আরও উন্নত করতে একটি নীতিমালা প্রণয়নের প্রয়োজন রয়েছে বলে তিনি বলেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত