ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে কেন্দ্র করে আঞ্চলিক কৌশল, রাজনৈতিক পরিবর্তন ও উন্নয়ন সম্ভাবনার এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে। আর ঠিক এমন সময়েই ঢাকা–প্যারিস সম্পর্ককে আরও উচ্চতায় নিতে আগ্রহ প্রকাশ করেছেন নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। তিনি জানান, দুই দেশের অভিন্ন স্বার্থ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে ফ্রান্স বাংলাদেশ-ফ্রান্স সহযোগিতার একটি পরবর্তী অধ্যায় শুরু করতে প্রস্তুত।
মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। এতে তিনি বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন উদ্যোগ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে দুই দেশের সামঞ্জস্যপূর্ণ অবস্থানের কথা তুলে ধরেন।
ঐতিহাসিক জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের অবস্থানকে ‘গুরুত্বপূর্ণ মোড়’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তটাই দ্বিপাক্ষিক সম্পর্ককে দ্রুত এগিয়ে নেওয়ার উপযোগী সময়। চলতি মাসের শুরুর দিকে দায়িত্ব গ্রহণ করা এই কূটনীতিক জানান ফ্রান্সের ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে; এখন এই অঞ্চলে প্রায় ১৫ লাখ ফরাসি নাগরিক বসবাস করেন, যা ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ।
তার ভাষায়, ইন্দো-প্যাসিফিক হলো উন্মুক্ততা ও অবাধ চলাচলের ভিত্তিতে গড়ে ওঠা অঞ্চল, আর বাংলাদেশকে কেন্দ্র করে এখানে ফ্রান্স আরও গভীরভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেখছে। তিনি আশা প্রকাশ করেন যে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন—ইউরোপের মতো বাংলাদেশেও নির্বাচনকে কেন্দ্র করে বিভ্রান্তিমূলক প্রচারণা বা সামাজিক বিভাজনের ঝুঁকি দেখা দিতে পারে, তাই প্রস্তুত থাকা জরুরি।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন রাষ্ট্রদূত সেরে-শারলে। তিনি আশ্বস্ত করেন, বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রক্রিয়া যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে লক্ষ্যে ফ্রান্স সহযোগিতা বাড়াবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথভাবে কাজ করবে।
সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক শুধু উন্নয়ন সহযোগিতার ইতিহাসই নয়, ভবিষ্যৎ সম্ভাবনার দিক থেকেও গুরুত্বপূর্ণ। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া প্রস্তুতিগুলো সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে। গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু ঝুঁকি মোকাবেলা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ফ্রান্সের ধারাবাহিক সমর্থন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে
- পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন