ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

সংসদ নির্বাচন-গণভোটের আগে ইসির 'মক ভোটিং' যেদিন

২০২৫ নভেম্বর ২৫ ২০:১৬:৩০

সংসদ নির্বাচন-গণভোটের আগে ইসির 'মক ভোটিং' যেদিন

নিজস্ব প্রতিবেদক: আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে ‘মক ভোটিং’ বা ভোট মহড়ার আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চবিদ্যালয়ে এই মক ভোটিং অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৯ নভেম্বর সব ধরনের ভোটারদের অংশগ্রহণে এই মহড়া ভোট গ্রহণ করা হবে।

মূলত, আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের যে পরিকল্পনা ইসি হাতে নিয়েছে, তার অংশ হিসেবেই এই কারিগরি ও বাস্তবিক প্রস্তুতি যাচাই করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ