ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

ইসি সচিব

'৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন সম্পন্ন হবে'

২০২৫ নভেম্বর ২৫ ১৮:৫৫:১৭

'৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন সম্পন্ন হবে'

নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ ডিসেম্বরের মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, এবারের নির্বাচনে প্রবাসীরা প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং তাদের কাছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার একই খামে পাঠানো হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

ইসি সচিব বলেন, কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা প্রণয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ৫ ডিসেম্বরের মধ্যে তালিকা চূড়ান্ত হলে সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে।

পোস্টাল ব্যালট ও প্রবাসী ভোট:নির্বাচন কমিশন সচিব জানান, অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করা প্রবাসীদের কাছে একই খামে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার পাঠানো হবে। তবে গণনার সুবিধার্থে দুটি ব্যালট পেপার ভিন্ন রঙের হবে। বর্তমানে ৮টি অঞ্চলে ভাগ করে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চলছে এবং এতে আশাব্যঞ্জক সাড়া মিলছে।

আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী দেশের অভ্যন্তরে ৪ ক্যাটাগরির মানুষ পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বলে জানান সচিব। তারা হলেন—প্রবাসী, কর্মসূত্রে নিজের সংসদীয় এলাকার বাইরে দায়িত্বরত সরকারি চাকরিজীবী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনের দিন দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তারা। তবে ঢাকায় কর্মরত অন্য এলাকার গণমাধ্যমকর্মীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না জানিয়ে দুঃখ প্রকাশ করেন ইসি সচিব।

নির্বাচনী সরঞ্জাম ও প্রস্তুতি:নির্বাচন পরিচালনার জন্য ব্যালট বক্স, সিল, অমোচনীয় কালি ও স্ট্যাম্পপ্যাডসহ প্রয়োজনীয় সামগ্রী পর্যাপ্ত মজুত রয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। শেষ মুহূর্তের চাপ এড়াতে ইসির ১০টি জোনাল অফিসের মাধ্যমে এসব সরঞ্জাম ধীরে ধীরে জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। এছাড়া ব্যালট পেপার ছাপানোর জন্য গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে পর্যাপ্ত কাগজও প্রস্তুত রাখা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত