ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

কড়াইল বস্তিতে আগুন: কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট

২০২৫ নভেম্বর ২৫ ১৮:৪১:০৬

কড়াইল বস্তিতে আগুন: কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট জোর তৎপরতা চালাচ্ছে। তবে ঢাকার তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ৪০ মিনিট দেরি হয়, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের সংবাদ পায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও রাস্তায় প্রচণ্ড যানজটে আটকা পড়ে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল সূত্র জানায়, সংবাদ পাওয়ার প্রায় ৪০ মিনিট পর সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করতে সক্ষম হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনের তীব্রতা বাড়ায় বর্তমানে মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, যানজটের কারণেই ইউনিটগুলো যথাসময়ে পৌঁছাতে পারেনি। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস পৌঁছাতে দেরি হওয়ায় বস্তির এক ঘর থেকে আরেক ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত বাসিন্দারা নিজেদের মালামাল বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত