ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

২০২৫ নভেম্বর ২৫ ০৯:৫৯:০২

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

ডয়া ডেস্ক: বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় মঙ্গলবারও শীর্ষে রইল ঢাকার নাম। সুইজারল্যান্ডভিত্তিক আইকিউএয়ারের সর্বশেষ বায়ুমান সূচক অনুযায়ী রাজধানীর বাতাস আজ অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। সকাল পৌনে ৯টার দিকের তথ্য অনুসারে ঢাকার একিউআই স্কোর দাঁড়িয়েছে ২০৭, যা বিশ্বমানের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই স্কোর ৩৪২—মান ‘দুর্যোগপূর্ণ’। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতেরই আরেক শহর কলকাতা, একিউআই স্কোর ২২৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’। এরপরই রয়েছে পাকিস্তানের লাহোর এবং চতুর্থ স্থানে বাংলাদেশের ঢাকা—উভয় শহরের বায়ুমানই ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা PM 2.5-এর মাত্রাতিরিক্ত উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে এই বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ডের চেয়ে ২৬ গুণেরও বেশি পাওয়া গেছে।

রাজধানীর পাঁচটি স্থানে আজ বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রেকর্ড করা হয়েছে—ইস্টার্ন হাউজিং, মিরপুর (২৫৪)দক্ষিণ পল্লবী (২৪৩)কল্যাণপুর (২২১)মাদানি সরণির বেজ এজওয়াটার (২০৯)বেচারাম দেউড়ি (২০৭)।

আইকিউএয়ারের বায়ুমান নির্দেশিকা অনুযায়ী—স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ। ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর ওপরে স্কোর হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়—যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক বিপজ্জনক।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত