ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নারী ফুটবলারদের যেসব অভিযোগ
.jpg)
ডুয়া ডেস্ক : ফুটবল কোচ পিটার বাটলারকে নিয়ে সাবিনাসহ মাসুরা পারভিন, নীলা, কৃষ্ণা রানী সরকার, শিউলী, রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমারা অভিযোগ করেছেন যে, তিনি খেলোয়াড়দের সম্মান দেন না এবং নানা অজুহাতে তাদের অসম্মান করেন। এর ফলে মাঠে তাদের পারফরম্যান্সে প্রভাব পড়ে। তবে, ফুটবল দুনিয়ায় কোচ বহিষ্কৃত হওয়ার যে কারণগুলো রয়েছে, সেগুলোর সঙ্গে এই অভিযোগগুলোর কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।
মাসুরা পারভিন বলেন, ‘নেপালে সাফে খেলতে গেলে সেখানে হোটেলে খাবার খাওয়ার সময় মাসুরা একটি টুপি মাথায় দিয়ে এসেছিলেন। কোচ টুপি খুলতে বলেছিলেন। কেন খুলবে তখন কোচ বলেছিলেন, আমি কোচ তোমাকে টুপি খুলতে বলেছি তুমি খুলবে। বিষয়টি নিয়ে সেখানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। মাসুরা নাকি হোটেল রুমে ফিরেই অন্য খেলোয়াড়কে বলেছিলেন কালকের ম্যাচে কোচ আমাকে মাঠে নামাবে না। সত্যি সত্যি ওটাই হয়েছিল।’
খেলোয়াড়রা ৬টি লিখিত অভিযোগ এনেছিলেন। নেপালের নারী সাফে খেলতে গিয়ে কোচ পিটার কোথায় কোথায় ভুল করেছেন, গেম প্ল্যানে ভুল করেছেন তা তুলে ধরা হয়েছে। নেপালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। সাফ থেকে ফিরে কোচ কেন খেলোয়াড়দের নিয়ে বসে সমস্যার সমাধান করেননি। কোচের ইগো সমস্যা রয়েছে বলে জানিয়েছেন ঋতুপর্ণা চাকমা।
নেপালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ১-১ গোলে ড্র হয়। সেই ম্যাচে ৫ খেলোয়াড়ের মধ্যে তিন জন পরিবর্তন করা হয়, দুই জন পরিবর্তন করার অপশন কাজে লাগাতে পারেননি কোচ। পাকিস্তানের বিপক্ষে কৃষ্ণাকে নামানোর আগে তার জার্সি নম্বর জিজ্ঞেস করলে সহকারী কোচ জবাব দেন। দ্বিতীয় বার কোচ কৃষ্ণার জার্সি নম্বর জিজ্ঞাসা করলে তখনো অন্যজন নম্বর বলে দেন। তাতেই কোচ ক্ষেপে যান।
সাবিনারা বলেন, মাঠের বাইরে প্রতিনিয়ত কোচ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমাদের নিয়ে হাসিঠাট্টা করেন। সিনিয়র জুনিয়রদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। মেয়েদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন। আমাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেন কোচ, যা সত্য নয়। সবকিছু জানে সহকারী কোচরা। কিন্তু তারা চাকরি হারানোর ভয়ে মুখ খোলেন না। এ সব জানিয়ে গত বুধবার লিখিত চিঠি দিয়েছে সভাপতির কাছে। জানানো হয়েছে কোচ মানসিকভাবে খেলোয়াড়দের মারাত্মক ক্ষতি করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস