ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন, হাসপাতালে ভর্তি

২০২৫ নভেম্বর ২৪ ১৫:৩৯:৪৩

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক :বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। রোববার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়ন করেছেন। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী জানান, গত কয়েক মাস ধরে খালেদা জিয়া ঘন ঘন অসুস্থ হচ্ছেন এবং তার হার্টের আগে থেকে থাকা সমস্যার সঙ্গে মিলিয়ে ফুসফুসেও ইনফেকশন দেখা দিয়েছে। তিনি বলেন, “হার্টে পারমানেন্ট পেসমেকার ও মাইট্রোস্টেনোসিসসহ বিভিন্ন সমস্যা থাকায় একসাথে হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়েছে এবং এতে রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দিয়েছে।”

মেডিকেল বোর্ড ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করেছে এবং প্রাথমিক রিপোর্ট অনুযায়ী খালেদা জিয়াকে জরুরি এন্টিবায়োটিক ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। অধ্যাপক এফএম সিদ্দিকী আরও বলেন, “২৪ ঘণ্টার মধ্যে নতুন রিপোর্ট আসবে এবং নেক্সট ১২ ঘণ্টায় তার স্বাস্থ্য পরিস্থিতি গুরুত্বপূর্ণ হবে। উনি আমাদের সর্বোচ্চ মনিটরিংয়ে আছেন এবং কেবিনে নিরাপদে চিকিৎসা নিচ্ছেন।”

এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। মেডিকেল বোর্ড বৈঠকে অধ্যাপক এফএম সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। লন্ডন ও যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, “ম্যাডামের চিকিৎসা যথাযথভাবে ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে করা হচ্ছে। এই মুহূর্তে কোনো উৎকণ্ঠার বিষয় নেই। ১২ ঘণ্টা পর মেডিকেল বোর্ড আবার বসবেন এবং তার স্বাস্থ্য অনুযায়ী চিকিৎসার পরিবর্তন প্রণয়ন করবেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত