ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

আঙুলের ছাপ মিলিয়ে নিশ্চিত হবে পাসপোর্ট অনুমোদন

২০২৫ নভেম্বর ২৪ ১৪:৪০:০২

আঙুলের ছাপ মিলিয়ে নিশ্চিত হবে পাসপোর্ট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : দেশে ই-পাসপোর্ট প্রদান ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এবার পাসপোর্টের সঙ্গে সরাসরি যুক্ত করা হবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বায়োমেট্রিক তথ্য। পাসপোর্ট করা বা নবায়নের ক্ষেত্রে পুলিশি যাচাই কার্যত বন্ধ হয়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত করার আরও নির্ভুল ও স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ভুয়া পাসপোর্ট তৈরির সুযোগও উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

সম্প্রতি ই-পাসপোর্টের এনরোলমেন্ট প্রক্রিয়ায় আবেদনকারীর এনআইডির ছবি স্ক্রিনে প্রদর্শনের সুবিধা যুক্ত হয়েছে। এর পাশাপাশি এনআইডিতে সংরক্ষিত আঙুলের ছাপের সঙ্গে মিলিয়ে চূড়ান্ত যাচাইয়ের একটি নতুন ব্যবস্থা চালুর প্রস্তাব নীতি-নির্ধারণী পর্যায়ে রয়েছে।

নতুন এই পদ্ধতি কার্যকর হলে পাসপোর্টের জন্য আসা আবেদনকারীর আঙুলের ছাপ তাৎক্ষণিকভাবে এনআইডিতে থাকা ছাপের সঙ্গে মিলিয়ে দেখা যাবে। একই সঙ্গে আবেদনকারীর অন্যান্য তথ্যও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা সম্ভব হবে, যা পুরো প্রক্রিয়াকে আরও নিরাপদ, দ্রুত ও নির্ভরযোগ্য করবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত