ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ নভেম্বর)

২০২৫ নভেম্বর ২৪ ১০:০১:৪৪

আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের প্রভাব দ্রুতই দেশের বাজারেও অনুভূত হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৩৫৩ টাকা কমানোর ঘোষণা দেয়। শুক্রবার (২১ নভেম্বর) থেকে কার্যকর হওয়া নতুন এই মূল্য সোমবার (২৪ নভেম্বর) পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার কারণে দামের এই সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনার পর নতুন মূল্য নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দর কার্যকর হয়।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.664 গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। এর আগে দাম ছিল ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা। অর্থাৎ ভরিপ্রতি ১ হাজার ৩৫৩ টাকা কমেছে।

এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা এবং ১৮ ক্যারেটের জন্য ১ লাখ ৭০ হাজার ৩১৭ টাকা। সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের ভরিপ্রতি দাম ঠিক করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৪৭ টাকা। বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে সব জুয়েলারি বিক্রেতার জন্য এই দামই প্রযোজ্য হবে।

সংগঠনটি আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ সরকার-নির্ধারিত ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরি পরিবর্তিত হতে পারে।

এর মাত্র এক দিন আগে, ১৯ নভেম্বর, বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল তখন ২২ ক্যারেটের ভরি প্রতি মূল্য ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা।

যদিও স্বর্ণের দাম কমেছে, রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ২ হাজার ৬০১ টাকায়।

দেশে স্বর্ণের মূল্যে বড়সড় সমন্বয় হলেও রুপার বাজার যে স্থিতিশীল রয়েছে, এ তথ্য ক্রেতাদের জন্য আলাদা বার্তা দিচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মার্কিন ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন... বিস্তারিত